পর্যটন বিচিত্রা প্রতিবেদন
প্রবেশপথের বাঁ পার্শ্বে কৃষি জাদুঘর এবং ডান দিকে কৃষি পাঠাগারের অবস্থান। আর এর আশপাশে রয়েছে প্রায় দুই শতাধিক ফলদ ও ঔষধি গাছ। কৃষি লাইব্রেরিতে কৃষি বিষয়ের ওপর ৭,৭০০ বই রয়েছে। কৃষি জাদুঘরে স্থান পেয়েছে বিলুপ্ত প্রায় কৃষি সরঞ্জামাদি, গরুর গাড়ি, গরুর গোমাই, মাথাল, ঢেঁকি, মই, লাঙল, জোয়াল, পানি সেচের যন্ত্র, পালকি, নৌকা, কোদাল, কাস্তে, ঝাড়ু, তেল ভাঙা ঘানি, বাঁশের তৈরি টোপা, মাছ ধরার যন্ত্র, ধান রাখার মাটির তৈরি বড় মটকি, ধান মাড়াই মেশিন, কীটনাশক স্প্রে মেশিন, শ্যালো মেশিন ও গোলাঘর।
কৃষি তথ্য পাঠাগারে কৃষি বিষয়ক বই পড়ে কৃষকরা তাদের ফসলের সমস্যার সমাধান পেতে পারেন। কৃষি বিষয়ে নতুন কিছুর উদ্ভাবন হলে এখানে প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের দেখানো হয়ে থাকে। জাদুঘরে রাখা বিলুপ্তপ্রায় কৃষি উপকরণ দেখে পর্যটকরা চমৎকৃত হবেন।
লাইব্রেরিতে কৃষি বিষয়ের ওপর ৭,৭০০ বই রয়েছে। কৃষি জাদুঘরে স্থান পেয়েছে বিলুপ্ত প্রায় কৃষি সরঞ্জামাদি, গরুর গাড়ি, গরুর গোমাই, মাথাল, ঢেঁকি, মই, লাঙল, জোয়াল, পানি সেচের যন্ত্র, পালকি, নৌকা, কোদাল, কাস্তে, ঝাড়ু, তেল ভাঙা ঘানি, বাঁশের তৈরি টোপা, মাছ ধরার যন্ত্র, ধান রাখার মাটির তৈরি বড় মটকি, ধান মাড়াই মেশিন, কীটনাশক স্প্রে মেশিন, শ্যালো মেশিন ও গোলাঘর।
কৃষি তথ্য পাঠাগারে কৃষি বিষয়ক বই পড়ে কৃষকরা তাদের ফসলের সমস্যার সমাধান পেতে পারেন। কৃষি বিষয়ে নতুন কিছুর উদ্ভাবন হলে এখানে প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের দেখানো হয়ে থাকে। জাদুঘরে রাখা বিলুপ্তপ্রায় কৃষি উপকরণ দেখে পর্যটকরা চমৎকৃত হবেন।