পর্যটন বিচিত্রা ডেস্ক
এটি আরবি ৮৯৩ হিজরিতে (১৪৭৩ খ্রিষ্টাব্দ) নির্মাণ করা হয়। স্থাপত্যকলা অনুযায়ী এটিকে মোগল আমলের বলে ধারণা করা হয়। মসজিদের প্রধান গম্বুজটির উপর ও নিচে সুন্দর লতাপাতা খোদিত কারুকার্য রয়েছে।
মসজিদটির কারুকাজ দর্শনার্থীদের মুগ্ধ করে। মসজিদের সামনের চত্বরে বেশকিছু বাঁধানো কবরও আছে। পরবর্তীতে মূল মসজিদটি পেছন দিকে সম্প্রসারণ করে মূল অংশের সাথে সংযুক্ত করা হয়।