পর্যটন বিচিত্রা প্রতিবেদন
৬ গম্বুজবিশিষ্ট এ প্রাচীন মসজিদটি আনুমানিক ১৭৭৫ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়েছিল বলে জানা যায়। জনশ্রুতি আছে, আযোধ্যার রোহিলাখণ্ড থেকে মনসুর আলী খান সপ্তদশ শতাব্দীর শুরুতে নবাবগঞ্জে আগমন করেন এবং তার পুত্র আমির আলী খান এ মসজিদ নির্মাণ করেন। এলাহাবাদ থেকে আগত শেখ পরিবারের হাজী গোলাম হোসেন শেখের নামও মসজিদের সঙ্গে জড়িয়ে আছে।