পর্যটন বিচিত্রা ডেস্ক
ডলুরা স্মৃতিসৌধ সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা গ্রামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়, এই এলাকায় সংঘটিত সম্মুখ সমরে শহীদ হওয়া ৪৮ জন মুক্তিযোদ্ধাকে এখানে সমাহিত করা হয়। তাদের স্মৃতিকে অমর করে রাখতে ১৯৭৩ সালে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
এ গণকবর বেশ যত্নের সাথে সংরক্ষণ করা হয়েছে। শুধু ঐতিহাসিক কারণে নয়, প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও নারায়ণতলা দর্শনার্থীদের আকৃষ্ট করে। স্মৃতিসৌধটি সুনামগঞ্জ সদর উপজেলা থেকে সহজেই পৌঁছানো যায়। প্রথমে রিকশা, সিএনজি বা ইজিবাইকযোগে হালুয়ারঘাটে পৌঁছে, সেখান থেকে নদী পার হয়ে মোটরসাইকেলে ডলুরা শহীদ মিনারে যাওয়া যায়।