পর্যটন বিচিত্রা ডেস্ক
দৈনিক ১৫০০ মে. টন আখ মাড়াই ও বাৎসরিক ১৫ হাজার মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যে ১৯৯২ সালে বিএসএফআইসি-এর ব্যবস্থাপনায় এ মিলটি স্থাপনের কাজ আরম্ভ হয় এবং ১৯৯৭ সালে প্রকল্পের সমাপ্তি হয়।
১৯৯৬-৯৭ মৌসুমে পরীক্ষামূলক উৎপাদন এবং ১৯৯৭-৯৮ মৌসুমে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয়। চিনি ও চিটাগুড় উৎপাদন ছাড়াও এ মিল থেকে চাষিদের ইক্ষু চাষে উদ্বুদ্ধ করার জন্য সহায়ক ঋণ প্রদান করা হয়ে থাকে। ২০০৬ সাল থেকে আখ চাষিদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। পর্যাপ্ত পরিমাণ কাঁচামালের অভাবে ২০০৯ সালে মিলটি বন্ধ করে দেওয়া হয়।