শ্রীমঙ্গলের সবুজ কার্পেটে মোড়ানো চা বাগান পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। বাংলাদেশে মোট ৭টি পাহাড়ি উপত্যকার মধ্যে সিলেট বিভাগে রয়েছে ৬টি। এগুলোর মাঝে চা বাগানের সংখ্যা ১৩৮টি। শুধু শ্রীমঙ্গলে রয়েছে ৩৮টি চা বাগান। এ জন্য শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয়।
এ অঞ্চলটি যেন মাইলের পর মাইল কেটে-ছেঁটে পরিপাটি করে রাখা ৬০-৭০ সে.মি. উঁচু চা গাছের সবুজ মোজাইক। কোথাও উঁচু কোথাও নিচু আবার কোথাও ঢালু। এখানকার সবচেয়ে মনোরম চা বাগানটির নাম রাজঘাট ফিনলে চা বাগান।