মনু ও কুশিয়ারা নদীবিধৌত অববাহিকা এলাকায় মৌলভীবাজারের দক্ষিণ-পশ্চিশ অংশে হাইল হাওরের অবস্থান। কয়েক দশক আগে এই হাওরের আয়তন প্রায় ১০০ বর্গ কি.মি. থাকলেও বর্তমানে এটি সংকুচিত হয়ে ২০ বর্গ কি.মি.-এ নেমে এসেছে। হাওরের মধ্য দিয়ে প্রবাহিত গোপলা নদী মেঘনা নদীর উজানে মিলিত হয়েছে। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জলরাশি আর বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখির উপস্থিতি একে মোহনীয় রূপ দান করেছে।
হাইল হাওরের অন্তর্গত শতাধিক বিলের মধ্যে বাইক্কা বিল একটি মৎস্য অভয়াশ্রম। শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল জীববৈচিত্র্যপূর্ণ একটি অঞ্চল। বাইক্কা বিলের আয়তন প্রায় ১০০ হেক্টর। এখানে আইড়, কৈ, মেনি, ফলি, পাবদাসহ আরো অনেক প্রজাতির মাছের চাষ হয়। এ বিল শুধু মাছ নয় বরং পাখি ও অন্যান্য প্রাণীর জন্যও একটি নিরাপদ আবাসস্থল।
শীতে আগত অতিথি বা পরিযায়ী পাখিদের দেখার জন্য এ জলাভূমিতে পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। বিলের উল্লেখযোগ্য পাখিগুলোর মধ্যে পানকৌড়ি, কানি বক, সাদা বক, গোবক, ধূপনি বক, হলদে বক, লাল বক, জলপিপি, জলময়ূর, জল মুরগি, কালেম, কুট, শঙ্খচিল, মেছো ঈগল ও কুড়াবাজসহ বিভিন্ন প্রজাতির হাঁস অন্যতম। এই বিলকে সরকার পাখিদের অভয়াশ্রম হিসেবেও ঘোষণা করেছে।