চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা। আগামীকাল ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, চবি প্রশাসনের উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিতব্য এই মেলায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের স্বনামধন্য প্রায় ৩০টি প্রকাশনী অংশগ্রহণ করবে।
প্রতিবছর চবি শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক বই প্রকাশিত হয়। একুশে বইমেলাকে কেন্দ্র করেও এবার নতুন বই আসছে অনেকের। কেউ যদি শুধু তাদের বইগুলো নিয়ে আলাদা স্টল রাখতে চায়, আমরা সেই সুযোগও দিব। এতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন।