পর্যটন বিচিত্রা প্রতিবেদন
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে এই সাত দিনব্যাপী বইমেলা। এখানে বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, জেলা সমিতি, বিভাগীয় সংগঠন, সাহিত্য সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য সংগঠন স্টল বরাদ্দ পাবে।
প্রতিবছর আয়োজিত হতে যাওয়া এই মেলায় বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংগঠন/ প্রকাশনা স্টল বরাদ্দের জন্য আবেদন করতে পারবে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ তথ্য জানান।
উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে এই ৭ দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।