পর্যটন বিচিত্রা প্রতিবেদন
পাহাড় আর সড়কের মিতালী যেন এক রোমাঞ্চকর ভ্রমণের মেলবন্ধন তৈরী হয়েছে পর্যটকদের কাছে। এ কারণে দিন দিন পর্যটকদের আগমন বাড়ছে ‘রূপসী গোয়ালিয়া’য়। সরকারি পৃষ্টপোষকতা পেলে এই নৈসর্গিক ‘গোয়ালিয়া ঢালা’ হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন স্পট।
কক্সবাজার শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিনে ‘গোয়ালিয়া ঢালা’। কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত গেলেই চোখে পড়বে গোয়ালিয়া সড়ক। মূলতঃ রেজুখাল ব্রিজ থেকেই পায়ে হেটে যাওয়া যায় এই পর্যটন স্পটে।
ইতিমধ্যে অনেকের কাছে ‘গোয়ালিয়া পার্ক’ ‘মিনি বান্দরবান’ নামে পরিচিতি পেলেও সম্প্রতি ‘রূপসী গোয়ালিয়া’ নামে বেশ পরিচিতি পেয়েছে। প্রতিদিনই এই ‘রূপসী গোয়ালিয়া’ পর্যটন স্পটে দুর-দূরান্ত থেকে এসে পর্যটকরা ভিড় জমাচ্ছে। নিরিবিলি পরিবেশে মুক্ত বাতাস যেন পর্যটকদের মন জুড়িয়ে দেয়। বিশেষ করে ঘিঞ্জি শহরে ব্যস্তময় জীবনে বেড়ে উঠা অনেকেই শান্তির নীড় খুঁজে বেরিয়ে পড়ে ‘রূপসী গোয়ালিয়া’ ভ্রমণে।