পর্যটন বিচিত্রা প্রতিবেদন
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। এই উৎসবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করব।
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা। উৎসবটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
তরুণদের অংশগ্রহণে মুখরিত এই উৎসব নতুন প্রজন্মের মধ্যে উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।