পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এই বইমেলা আগামীকাল মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ কথা জানান। তিনি জানান, শহীদ আবু সাঈদ বইমেলার উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।
উপাচার্য বলেন, শহীদ আবু সাঈদের আত্মহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে। তিনি আরো বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য বই কেনা ও পড়ার বড় সুযোগ তৈরি করবে শহীদ আবু সাঈদ বইমেলা। এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নিবে।