পর্যটন বিচিত্রা প্রতিবেদন
গত বছর পর্যন্ত ভাষাশহীদদের নামে চারটি চত্বর ছিল মেলায়। এবার সেখান নতুন করে যুক্ত হয়েছে ‘জুলাই চত্বর’। মেলায় প্রকাশনা সংস্থা ও স্টল ইউনিট বেড়েছে। এতদিন মেলায় স্থান হয়নি এমন ইসলামি প্রকাশনা সংস্থাগুলো মেলায় এসেছে। জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক নানা ধরনের বই প্রকাশনার উদ্যোগ নিয়েছেন প্রকাশকরা। অন্যবারের চেয়ে এবার মেলায় আরও বেশি পাঠক-ক্রেতা সমাগমের আশা করা হচ্ছে।
এছাড়া গত বছরের তুলনায় এবার মেলায় প্রকাশনা সংস্থা বেড়েছে। গত বছর অংশ নিয়েছিল ৬৪২টি প্রতিষ্ঠান। এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮। অর্থাৎ ৬৬টি প্রতিষ্ঠান বেড়েছে। একইভাবে বেড়েছে ইউনিটের সংখ্যাও। গত বছর ইউনিট ছিল ৯৪৬টি। এবার হয়েছে ১ হাজার ৮৪টি। বেড়েছে ১৩৮টি। প্যাভিলিয়নের সংখ্যা একই রয়েছে, ৩৭টি।
এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার আয়োজন করা হয়েছে। একাডেমি প্রাঙ্গণে অংশ নিচ্ছে ১২৭টি প্রতিষ্ঠান ও সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি।