পর্যটন বিচিত্রা প্রতিবেদন
সবুজে ঢাকা প্রায় ৩৩ একর আয়তনের এই পার্কের রয়েছে নিরাপদ এবং আন্তর্জাতিক মানের বিভিন্ন দেশি বিদেশি রাইড, ফাইভ-ডি মুভি থিয়েটার, ওয়াটার ওয়ার্ল্ড, রেস্টুরেন্ট, রিসোর্ট এবং সুপরিসর কার পার্কিং সুবিধা।
নন্দন পার্কে প্রবেশের জন্য বিভিন্ন রকম প্যাকেজ চালু আছে। পার্কে প্রবেশসহ দুই রাইডের মূল্য ৫০০ টাকা, প্রবেশসহ ১০ রাইডের মূল্য ৭৫০ টাকা এবং প্রবেশসহ ওয়াটার ওয়ার্ল্ডের সমস্ত রাইডের টিকেটের মূল্য ৮০০ টাকা। এছাড়াও আরো বেশকিছু ফ্যামিলি প্যাকেজ চালু আছে।
নন্দন পার্কে ২ জনের ফ্যামিলি প্যাকেজের সাথে থাকছে: ড্রাই পার্কের সকল রাইড (১৩টি) +ওয়াটার ওয়ার্ল্ডের সকল রাইড এবং ২ জনের দুপুরের খাবার ২৬০০ টাকা।
৪ জনের ফ্যামিলি প্যাকেজের সাথে থাকছে: ড্রাই পার্কের সকল রাইড (১৩টি) +ওয়াটার ওয়ার্ল্ডের সকল রাইড এবং ৪ জনের দুপুরের খাবার ৫০০০ টাকা।
৬ জনের ফ্যামিলি প্যাকেজের সাথে থাকছে: ড্রাই পার্কের সকল রাইড (১৩টি) +ওয়াটার ওয়ার্ল্ডের সকল রাইড এবং ৬ জনের দুপুরের খাবার ৭৫০০ টাকা।