পর্যটন বিচিত্রা প্রতিবেদন
নিজেদের ভ্রমণ সাংবাদিক, জাতিসংঘের ওয়ার্ল্ড ট্রাভেল অর্গানাইজেশন, সাসটেইনেবল ট্র্যাভেল ইন্টারন্যাশনাল, দ্য ব্ল্যাক ট্র্যাভেল অ্যালায়েন্স এবং ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের মতামত নিয়ে ২৫টি সেরা ভ্রমণ গন্তব্যের একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেই তালিকায় ২০তম অবস্থানে রয়েছে পাকিস্তানের শহরটি।
বিবিসির তথ্যমতে, উত্তরাঞ্চলের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ নতুন নতুন ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করবে এমনটাই আশা করে পাকিস্তান। এমনকি, ভ্রমণকারীরা যেন সহজেই ভিসা পায় সে প্রচেষ্টায় ই-ভিসা সিস্টেম চালু করেছে পাকিস্তান ট্যুরিজম বোর্ড। এমনকি, ডিজিটাল প্ল্যাটফর্মে যেন বুকিং দেওয়া যায় সে জন্যও কাজ করছে তারা।
গিলগিট-বালতিস্তান পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল। এর এক পাশে রয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর। অন্যদিকে চীন, আর আফগানিস্তান। একের পর এক পর্বতশৃঙ্গে সজ্জিত গিলগিট-বালতিস্তান অত্যন্ত সুন্দর ও মনোরম। ‘স্বর্গের দরজা’ও বলা হয় গিলগিট-বালতিস্তানকে। একের পর এক পাহাড়, স্বচ্ছ পানির হ্রদ ও গ্লেসিয়ারের পানির ঝর্নাতে মন কুড়াবে যে কোনো মানুষের। এ ছাড়া কে-২ এর মতো সু-উচ্চ পাহাড় মানুষকে টেনে নেয়।
গিলগিট-বালতিস্তানে রয়েছে হুনজা উপজাতির মানুষ, যাদের গড় আয়ু ১০০-১২০ বছর। তারাই নাকি এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখী মানুষ। কেন এই সম্প্রদায়ের লোকদের গড় আয়ু বেশি তা জনতে প্রতিবছর সেখানে ভিড় করে হাজার হাজার পর্যটক। এমনকি, গবেষণা চালায় বিজ্ঞানীরাও।