পর্যটন বিচিত্রা ডেস্ক
সিএনএন ও গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এতে বিলাসিতার অজস্র উপকরণ থাকছে। রাজসিক খানাপিনার পাশাপাশি থাকছে চোখ-ধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান। ট্রেনের সংখ্যা চাহিদা অনুযায়ী বাড়ানো হবে। তবে প্রতিটি ট্রেনে ১৪ বগিতে মোট ৩৪টি লাক্সারি স্যুট থাকবে।
দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত স্থাপনা ও প্রত্নতত্ত্ব সাইটগুলোর সঙ্গে এই গ্রহবাসীকে পরিচয় করিয়ে দিতেই এই বিলাসবহুল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সৌদি আরবের প্রাচীন নগরী মাদাইন সালেহ ও হাইল অঞ্চলে ঘুরবে ট্রেনগুলো।
ট্রেনে সফরে শুধু বিলাসিতার পরশই থাকবে না, পর্যটকরা পাবেন অভিযানের উষ্ণ অভিজ্ঞতাও। ট্রেনে থাকবে স্থানীয় ও আন্তর্জাতিক ক্যাটাগরির একদল দক্ষ শেফ।
অফিশিয়ালি এসব ট্রেনের সফর শুরু না হলেও সৌদিরা ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকেই আসন বুকিংয়ের চেষ্টা করছেন। সৌদি রেল কর্তৃপক্ষ ইতালিয়ান আর্সেনাল কোম্পানির সহায়তায় এসব বিলাসবহুল ট্রেন নির্মাণ করছে।
বলা হচ্ছে, এসব ট্রেনের ইন্টেরিয়র ডেকোরেশন হবে নজরকাড়া ও আধুনিক। ট্রেনগুলো ছাড়বে রাজধানী রিয়াদ থেকে। সৌদি কর্তৃপক্ষ বিশ্বকে এটাই দেখাতে চাইছে, বিশ্বসেরা অবকাঠামো নির্মাণ তাদের পক্ষে অতি সহজ ব্যাপার।