পর্যটন বিচিত্রা প্রতিবেদন
উচ্চশিক্ষা, চাকরি ও ভ্রমণসহ নানা কাজে বিদেশ যাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিমানের টিকিট কেনা। অধিকাংশ ক্ষেত্রে যাতায়াতের একমাত্র মাধ্যম এবং সবচেয়ে কম সময় লাগে বলে বিদেশগামী মানুষ ভ্রমণের জন্য আকাশপথ বেছে নেয়। ফলে ভ্রমণের আগে টিকিটের দাম নিয়ে অনেকে চিন্তায় পড়ে যান। কিছু বিষয় জানা থাকলে পরিকল্পনা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে টিকিট পেতে পারেন। এ জন্য আপনি যে ১০ কৌশল অবলম্বন করতে পারেন—
অগ্রিম টিকিট বুকিং
ফ্লাইটের টিকিট যত আগে করা যায়, ততই সাশ্রয়। বিমানে ভ্রমণের জন্য এটি প্রাথমিক সূত্র। সাধারণত এক থেকে তিন মাস আগে বুকিং দিলে কম দামে টিকিট পাওয়া যায়। এভাবেই পরিকল্পনা দাঁড় করান।
বিকল্প তারিখে ভ্রমণ
সপ্তাহের নির্দিষ্ট ছুটির দিনের পরিবর্তে, যেমন সোম বা বুধবারের ফ্লাইটে যাত্রা করুন। এতে ভাড়া কম পাবেন।
ইনকগনিটো মোড ব্যবহার করুন
এক ব্রাউজার দিয়ে একাধিকবার একই ওয়েবসাইটে টিকিট খুঁজলে সঠিক দাম জানা মুশকিল। তাই ব্রাউজারের ট্র্যাকিং এড়াতে ইনকগনিটো মোডে টিকিট খোঁজার মাধ্যমে সঠিক দাম জানতে পারবেন।
একাধিক সাইট যাচাই করুন
গুগল ফ্লাইটস, স্কাইস্ক্যানার বা কায়াকের মতো প্ল্যাটফর্মে তুলনামূলক সেরা অফার পাওয়া যায়।
রাউন্ড ট্রিপ বুকিং
দুটি ওয়ান ওয়ে টিকিটের চেয়ে রাউন্ড ট্রিপ সাধারণত সস্তা হয়। সুযোগ থাকলে রাউন্ড ট্রিপ টিকিট বুকিং দিন।
ছুটির মৌসুম ছাড়া ভ্রমণ করুন
ছুটির মৌসুমে স্বাভাবিকভাবে সবকিছুর দাম বাড়ে। তাই কম বাজেটে ভ্রমণ করতে ছুটির মৌসুম এড়িয়ে চলুন। আন্তর্জাতিক ভ্রমণের জন্য ডিসেম্বর মাস এড়িয়ে চলা ভালো। ডিসেম্বরে বিশ্বের প্রায় সব দেশে ছুটি থাকে।
কম মূল্যের টিকিট অ্যালার্ট চালু রাখা
অনেক ট্রাভেল সাইট এবং অ্যাপ নির্দিষ্ট রুট এবং তারিখের জন্য ফ্লাইটের দাম ট্র্যাক করার সুবিধা দেয়। এক্ষেত্রে ভাড়া কমে গেলে সে খবর স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যায়। এই উপায়ে একাধিক ফ্লাইটের মূল্য যাচাই আরও সহজতর হয় এবং সবচেয়ে উপযুক্ত সময়ে টিকিট বুক করা যায়।
এয়ারলাইন্স মাইল্স বা পয়েন্ট সংক্রান্ত ছাড়গুলো ব্যবহার করা
অনেক এয়ারলাইন্স যাত্রীর বেশি বেশি ভ্রমণের ওপর ভিত্তি করে তাকে পরবর্তী যেকোনো ফ্লাইটে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেয়। এখানে মূলত যাত্রী যত মাইল ভ্রমণ করেন তার অ্যাকাউন্টে ততো পয়েন্ট জমা হয়। অতঃপর একটি নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে তিনি কেনাকাটাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। ছোট ছোট ডিস্কাউন্ট থেকে শুরু করে এখানে এমনকি বিনামূল্যে ফ্লাইট পর্যন্তও পাওয়া যায়। তাছাড়া ক্রেডিট কার্ডগুলোতেও থাকে এই পয়েন্টের মাধ্যমে ছাড় পাওয়ার ব্যবস্থা। এখানে পয়েন্ট হিসেব হয় টিকিট ক্রয় করা অর্থ পরিমাণের ভিত্তিতে।
বাজেট-বান্ধব এয়ারলাইন্স খোঁজা
প্রসিদ্ধ বিমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ছোট ছোট অনেক ফ্লাইট কোম্পানি কম ভাড়ার যাতায়াতের প্রচারণা চালান। এদের সেবাগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন অপরিহার্য। এরা টিকিটের জন্য কম চার্জ করে বটে। কিন্তু অনেক সময় লাগেজ চেকিং, পছন্দসই সিট নির্বাচন এবং ইন-ফ্লাইট খাবারের মতো পরিষেবাগুলোতে অতিরিক্ত ফি থাকতে পারে। তাই অপ্রত্যাশিত খরচ এড়াতে হিডেন চার্জগুলো খতিয়ে দেখে নেওয়া উচিত।
গন্তব্যের আশপাশে বিকল্প বিমানবন্দর খোঁজা
পৃথিবীর বড় শহরগুলোতে প্রসিদ্ধ বিমানবন্দরের পাশাপাশি ছোট ছোট বা অপেক্ষাকৃত কম জনাকীর্ণ বিমানবন্দর থাকে। মূল গন্তব্যের আশেপাশে ল্যান্ডিং-এর জন্য এই স্থানগুলোকে নির্বাচনের মাধ্যমে খানিকটা সঞ্চয় হতে পারে।