পর্যটন বিচিত্রা ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পায়ে হেঁটে গ্রামের বাড়ি গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শরিফুল ইসলাম শুভ। ইচ্ছে পূরণ করতে শুভকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাকে পাড়ি দিতে হবে ৩০০ কিলোমিটার পথ। ৯ জানুয়ারি রওনা হয়েছেন তিনি। এখন তার অবস্থান নারায়ণগঞ্জে।
শরিফুল ইসলাম শুভ গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম ডগরী গ্রামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষার্থী।
শিক্ষার্থী শরিফুল ইসলাম শুভ বলেন, প্রথমে ৩০০ কিমি পায়ে হেঁটে বাসায় যাব এ রকম কোনো প্ল্যান ছিল না। তবে পরিবেশ বা ফিটনেস রিলেটেড কোনো স্লোগানকে সামনে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে যাওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু এত বড় একটা ইভেন্টে সফল হবো কিনা এ নিয়ে একটু চিন্তিত ছিলাম। হঠাৎ একদিন মাথায় আসল যে চবি থেকে আমার গাজীপুর আমার বাড়ি পর্যন্ত ৩০০ কিলোমিটার। এ রকম ইভেন্ট (হাইকিং) মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুর পায়ে হেঁটে এখন পর্যন্ত কেউ করে নাই। সেই সময়ই সিদ্ধান্ত নিলাম এই ইভেন্ট আমি করব।
তিনি আরও বলেন, গত ৯ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে হাঁটা শুরু করি এখন আমার অবস্থান নারায়ণগঞ্জে। প্ল্যান বলতে এই হাইকিং এ যদি সফল হয় তবে আমার নেক্সট টার্গেট টেকনাফ থেকে তেঁতুলিয়া। আসলে এইভাবে কখনো হেঁটে এত পথ পাড়ি দেওয়া হয় নাই। তবে বাংলাদেশে একেক অঞ্চলের একেক সংস্কৃতি, ভাষা, আচার ব্যবহার খুবই উপভোগ করছি।