পর্যটন বিচিত্রা প্রতিবেদন
রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে পুঠিয়া রাজবাড়ীর বিশাল মন্দির চত্বরের বেশ কয়েকটি নজরকাড়া প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি। মন্দিরটি পাঁচ আনী রাজবাড়ী থেকে ৫০ মিটার দক্ষিণে পুঠিয়া-আড়ানী সড়কের পূর্বপাশে অবস্থিত।
মন্দিরের দর্শনীয় স্থান
মন্দিরটি ইট, চুন, সুরকি দিয়ে বর্গাকারে নির্মিত। ছোট আকৃতির এ মন্দিরের একটি মাত্র কক্ষ রয়েছে। মন্দিরের দক্ষিণ দেয়ালে ১টি মাত্র প্রবেশপথ আছে। মন্দিরের কার্নিশগুলো পোড়ামাটির অলংকরণদ্বারা সজ্জিত এবং আংশিক বাঁকানো। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪.২০ মিটার। এর ৪ কোণে ৪ টি এবং চূড়ায় একটি ফিনিয়েল আছে।
মন্দিরটি কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছে তা সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। কারণ মন্দিরটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, এটি ১৮০০ শতকের প্রথম দিকে নির্মিত।
যেভাবে যাবেন
রাজশাহী জেলা সদর থেকে পুঠিয়া প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা-রাজশাহী মহাসড়ক ধরে পুঠিয়া পৌঁছানো যায়। বাসে করে দেশের যে কোনো স্থান থেকে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে করে নাটোর অথবা রাজশাহী নেমেও সড়কপথে সহজে যাওয়া যায়। বর্গাকারে নির্মিত ছোট আকৃতির এ মন্দিরটি পুঠিয়া রাজবাড়ি থেকে ১০০ মিটার দক্ষিণে পুঠিয়া-আড়ানী সড়কের পূর্বাপাশে অবস্থিত।