পর্যটন বিচিত্রা ডেস্ক
রাজশাহীর শহর থেকে পাঁচুবাড়ী পাঁচ গম্বুজ মসজিদ ভ্রমণ করতে চাইলে রাজশাহীর শহরের ভদ্রা নামক স্থান থেকে সরাসরি অটোরিকশায় বা সিএনজিচালিত অটোরিকশাযোগে এই পাঁচুবাড়ী পাঁচ গম্বুজ মসজিদে যাওয়া যায়। দুর্গাপুর থেকে সরাসরি ভ্যানযোগে যাওয়া যায়।
পাঁচুবাড়ী পাচ গম্বুজটি জায়গীরপাড়া গ্রামের ভদু প্রাং নামে একজন তুত ব্যবসায়ী ব্রিটিশ আমলে এলাকার চাষীদের কাছ থেকে রেশমের গুটি অল্প দামে ক্রয় করে ৩০ /৪০ গুন বেশি দামে কলকাতায় বিক্রয় করতেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রচুর অর্থের মালিক হন। তিনি নিজের বসবাসের জন্য মনোরম পাকা ভবন তৈরি করেন। পরবর্তীতে তিনি এই পাঁচ গম্বুজ মসজিদটি নিজ অর্থ ব্যয়ে স্থাপন করেন।