পর্যটন বিচিত্রা প্রতিবেদন
বাঘা মসজিদ চত্বরের পশ্চিম পাশে এই মাজার অবস্থিত। হজরত শাহ মোয়াজ্জেম শাহদৌলা দানেশ মন্দ (র.) পাঁচজন সঙ্গীসহ বাগদাদ থেকে ইসলামের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে বাঘায় আগমন করেন এবং ৯২৫ হিজরিতে (১৫০০ খ্রি.) খানকা স্থাপন করেন।
অল্প কিছুদিনের মধ্যে তার আধ্যাত্মিক শক্তির কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তৎকালীন অবিভক্ত বাংলার স্বাধীন সুলতান নসরত শাহ তার বিশেষ গুণগ্রাহী ছিলেন। দানেশমন্দ-এর মৃত্যু হলে তাকে এখানে সমাহিত করা হয়।