উজিরপুর উপজেলার শ্লোক ইউনিয়নের শ্লোক বাজার সংলগ্ন স্থানে একসঙ্গে ১০টি প্রাচীন শিব মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। ১৯৪৭ সালে দেশ ভাগের পর এ এলাকার ব্রাহ্মণরা ভারত চলে গেলে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এসব ঐতিহ্য বিলিয়মান।
মন্দিরগুলোর পশ্চিম দিকে রয়েছে সেনমজুমদারদের স্মৃতি বিজড়িত পরিত্যক্ত বাড়িটি। ইউ আকৃতিতে সাজানো ১০টি মন্দিরের মাঝেরটি অষ্টাভূজাকৃতি এবং আয়তনে সর্ববৃহৎ। এখনো প্রতিবছরের ফাল্গুন মাসে এখানে ঘটা করে শিব পূজা হয়ে থাকে।