নিজস্ব প্রতিবেদন
সম্প্রতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বর্তমানে ৬১টি দেশের সঙ্গে বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা সিস্টেম রয়েছে। তবে, টোয়াব মনে করে ই-ভিসা সিস্টেম চালু হলে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা আরও সহজ হবে। একই সঙ্গে, ট্যুরিস্ট পুলিশের জনবল বৃদ্ধি এবং পর্যটন সেবার মান উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া, আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য পর্যটন মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে।