লেখক : তানি ইয়াছমিন – প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি
এই অঞ্চলের আরও বেশ কয়েকটি গ্রামে এই কুটিরশিল্প ও লোকশিল্পের প্রচলন রয়েছে। বাংলাদেশের আরও বেশ কিছু জেলায় শীতলপাটি তৈরি হয় বিশেষ করে মুরতা বেত গাছ যেখানে জন্মে। তবে সিলেট জেলার অঞ্চলগুলোতে ভালো মানের শীতলপাটি তৈরি হয় যা বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে। বাংলাদেশের জামদানি, ইলিশ মাছ, বাউলগান এবং পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার সাথে শীতলপাটির এই অনিন্দ্য লোকশিল্পটি ২০১৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর আইসিএইচ তালিকায় স্থান পায়।
বাংলার প্রত্যন্ত অঞ্চলে সরল কুটিরের সরল মানুষগুলোর শৈল্পিকবোধ আমাদের বিস্মিত করে। কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়াই খুব সহজাত শৈল্পিকবোধ থেকে কারুশিল্পের এই রুপটি বাংলাদেশকে স্বতন্ত্র ও স্বকীয়তায় মজবুত করেছে। সেই সাথে বিশ্বদরবারে বাংলাদেশকে করেছে নন্দিত ও অনন্য।