যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্য একই যাত্রায় দ্রুততম সময়ে উড়োজাহাজে ভ্রমণ করে গিনেস বুকে নাম লিখিয়েছেন দুই বৈমানিক।
তারা হলেন- জন স্কিটোন ও বব রেনল্ডস। ৩৮ ঘণ্টা ১৩ মিনিটে এসব অঙ্গরাজ্য ভ্রমণ করে আগের ৪৪ ঘণ্টা ৭ মিনিটে ভ্রমণের রেকর্ড ভেঙেছেন তারা।
দেশটির সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, রেকর্ডটি গড়তে দুই বৈমানিক হালকা একটি উড়োজাহাজ ব্যবহার করেছেন।
এই কীর্তি দীর্ঘ পরিকল্পিত দুঃসাহসিক অভিযাত্রার ফল বলে মনে করেন স্কিটোন।
তিনি বলেন, দুই অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে কম সময় প্রায় চার মিনিট কাটিয়েছি আমরা। এমনটা ঘটেছে দুইবার—নেব্রাস্কা ও আইওয়া এবং ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে।
স্কিটোন বলেন, এটা ছিল আমার জন্য ব্যক্তিগত একটি বিষয়। কিছু কীর্তি গড়ার একটি তালিকা আমি করেছিলাম। এই তালিকা আমি করেছি ১৫ বছর আগে। তালিকায় উড়োজাহাজে ভ্রমণের বেশ কিছু জায়গার নামও ছিল, যেসব জায়গায় আমি যেতে চেয়েছি। এসব তালিকার একটি ছিল একই যাত্রায় ৪৮টি রাজ্যের সব কটিতে ভ্রমণ।
সম্প্রতি ব্যারি বেনফেল্ড ও অ্যারন উইলসনও নামে আরও দুই বৈমানিক একই যাত্রায় ৪৮টি রাজ্য ভ্রমণ করে গিনেস রেকর্ড গড়ার চেষ্টা করেছিলেন। তবে তাদের এই যাত্রায় সময় লেগে যায় ৪৪ ঘণ্টা ৭ মিনিট। এ দুজনকে পেছনে ফেলে গিনেস বুকে নাম লেখালেন স্কিটোন ও রেনল্ডস।