নেপালে মাউন্ট এভারেস্টের কাছে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) উড্ডয়নের কিছু সময় পর এ দুর্ঘটনা ঘটে।
নেপালের বিমান কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
নিহতদের মধ্যে পাঁচজনই মেক্সিকোর পর্যটক। আর বাকিজন নেপালের। তিনি ওই হেলিকপ্টারটির পাইলট।
এফপির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি মানাং এয়ারের। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট আরোহণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লুকলার থেকে রওনা দিয়ে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি।
নেপালের বিমান কর্তৃপক্ষ সিএএএন এক বিবৃতিতে জানিয়েছে, সকালে উড্ডয়নের আট মিনিট পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মহা ব্যবস্থাপক প্রতাপ বাবু তিওয়ারি এএফপিকে বলেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা হেলিকপ্টারের ছয় লাশ উদ্ধার করেছে।