বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের অধীনে ১৯৮০ সালের ২৫শে এপ্রিল দারোয়ানী টেক্সটাইল মিলটি উদ্বোধন হয়। তখন প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ২৫ হাজার ৫৬টি জার্মান টাকু মেশিন স্থাপন করে মানসম্মত সুতা উৎপাদন করা হতো। এ মিলের সুতার চাহিদা ছিল ব্যাপক এবং দেশের বিভিন্ন স্থানের তাঁতি ও ব্যবসায়ীরা এর প্রধান ক্রেতা ছিল।
সে সময় মিলে ৭০৪ জন শ্রমিক, ৯৭ জন কর্মচারী ও ২৫ জন কর্মকর্তা কর্মরত ছিলেন। মিলটি সুতা বিক্রিতে ছিল অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠান। মাঝখানে মিলটির উৎপাদন বন্ধ থাকলেও ২০১৭ সালের নভেম্বর থেকে পুনরায় সুতা উৎপাদন শুরু করেছে।