দেবীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা থেকে ২-৩ কিমি. দূরত্বে খয়ের বাগান অবস্থিত। পানে ব্যবহৃত খয়ের এখানে উৎপাদিত হয়ে থাকে। খয়ের গাছের ছাল পানিসহ জ্বাল দিয়ে এর নির্যাস থেকে খয়ের তৈরি করা হয়। এই বাগানের খয়ের গাছ থেকে সংগৃহীত খয়ের দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। অনেকেই এই খয়েরের বাগান দেখতে এবং পিকনিক করতে এখানে আসে।