পঞ্চগড় জেলার আটোয়ারীতে আলোয়া খাঁ মেলা নামের উৎসবটি এখানকার অন্যতম বৃহৎ ঐতিহাসিক মেলা। এখানে অতি প্রাচীনকালে তরণী প্রসাদ রায় চৌধুরী নামে একজন জমিদার ছিলেন। তিনি আলোয়া খাঁয়ের প্রতি সন্তুষ্ট হয়ে একটি মেলার আয়োজন করেন। তখন থেকে এ মেলার নাম আলোয়া খাঁ মেলা হয়। প্রতি অগ্রহায়ণে মাসব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় অনেক দর্শনার্থীর সমাগম ঘটে।