পর্যটন বিচিত্রা প্রতিবেদন
প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৩৩৪ খ্রিষ্টাব্দে আব্দুল আজিজ (র.) নামের একজন বিশিষ্ট ওলির নেতৃত্বে ইসলাম প্রচারের জন্য সাত সদস্যের একটি দল প্রথমে এ অঞ্চলে আগমন করেন। পরবর্তীতে নুর উদ্দীন ইয়ামিন (র.)-এর নেতৃত্বে পাঁচ সদস্যের আরেকটি দল এখানে আগমন করেন।
তারা উপজেলার প্রতাপপুর গ্রামে এসে আশ্রয় গ্রহণ করেন এবং এখান থেকে সর্বপ্রথম ইসলাম প্রচারের কাজ শুরু করেন। পরবর্তীকালে পীরগণ মৃত্যুবরণ করলে এলাকার ভক্তগণ পর্যায়ক্রমে তাদের বর্তমান মাজারস্থলে সমাহিত করে। তবে পীরগণের নাম ও তাঁদের আগমন সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এখানে একটি মসজিদ, একটি মাদ্রাসা ও রেল স্টেশন রয়েছে। প্রতিবছর মাঘ মাসের শেষে এখানে তিন দিনব্যাপী ওরস মাহফিল অনুষ্ঠিত হয়।