পর্যটন বিচিত্রা ডেস্ক
মোটেলে রয়েল স্যুইট রুম ২টি, এসি ডিলাক্স রুম ৫টি, এসি ডিলাক্স টুইন রুম ২১টিসহ ইকনমি সিঙ্গেল ও ডাবল রুম এবং ৩৫০ আসনবিশিষ্ট কনফারেন্স হল রয়েছে।
এখানে শীততাপ নিয়ন্ত্রিত ১০০ আসনের একটি রেস্তোরাঁ ও ৩০ আসনের একটি কফি শপ রয়েছে। এছাড়া হোটেলে অবস্থানকারীদের জন্য কমপ্লিমেন্টারি সকালের নাস্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।