দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকায় ১.১৫ একর জায়গার উপর বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অবস্থিত। এটি ১৯৯৮ সালে চালু হয়। চারতলা ভবনের এই মোটেলটিতে বর্তমানে ১৮টি এসি আবাসিক কক্ষ রয়েছে। তাছাড়া এখানে লিফ্ট সুবিধাসহ টিভি, ওয়াইফাই, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, কার পার্কিং, সিসি ক্যামেরা, অনলাইন বুকিং ব্যবস্থা এবং সৌজন্যমূলক সকালের নাস্তা রয়েছে। আবাসিক কক্ষ ছাড়াও এখানে ৫০ আসনবিশিষ্ট একটি এসি রেস্তোরাঁ এবং ২০০ আসনবিশিষ্ট একটি এসি কনফারেন্স হল রয়েছে।