পর্যটন বিচিত্রা ডেস্ক
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে রিকশা বা অটোরিকশায় মাত্র ৫ মিনিটে তেঘরিয়ার সাহেব বাড়িতে পৌঁছানো যায়। তার পিতৃকুল এবং মাতৃকুল উভয় ছিল অযোধ্যাবাসী এবং হিন্দু ধর্মাবলম্বী, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা সুনামগঞ্জে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯২২ সালের ৭ই ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। অসংখ্য পর্যটক বাড়িটি পরিদর্শনে আসেন।
হাসন রাজার বাড়ি সুনামগঞ্জ জেলার তেঘরিয়া এলাকায় সুরমা নদীর তীরে অবস্থিত। এই বাড়িটি মরমী কবি ও জমিদার হাসন রাজার স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত, যেখানে হাসন রাজার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও তাঁর জীবনের নানা দিক প্রদর্শিত হয়।
জাদুঘরের প্রবেশপথে লালন শাহের ছবি এবং ১৯৬২ সালে কলকাতার একটি স্টুডিও থেকে সংগ্রহ করা হাসন রাজার একমাত্র আলোকচিত্র প্রদর্শিত হয়। এছাড়াও, বিভিন্ন শিল্পীর আঁকা প্রায় ৮-৯টি ছবি এখানে রক্ষিত আছে।