তালতলী বৌদ্ধ বিহার থেকে ৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিশানবাড়ীয়া ইউনিয়নের অংকুচান পাড়ায় রয়েছে মার্বেল পাথরের তৈরি একটি বুদ্ধ মূর্তি। স্থানীয়দের মতে, প্রায় ১০০ বছর পূর্বে ব্রিটিশ আমলে বার্মার মাগুলি থেকে মূর্তিটি আনা হয়। পর্যটকগণ বৌদ্ধ বিহার দর্শনের পাশাপাশি এ এলাকার রাখাইনদের বিচিত্র জীবন প্রণালি ও সংস্কৃতি পর্যবেক্ষণ করতে পারেন।