বরগুনা জেলা সদর থেকে প্রায় ৩২ কিমি. (২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে পাথরঘাটা উপজেলার অন্তর্গত বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত সৈকতটি মূলত একটি মাছের আড়ত। স্থানীয়ভাবে এটি পদ্মা মাছের আড়ত বা পদ্মা সাগর নামে পরিচিত। এর মোহনা ঘেঁষে রয়েছে সবুজ বেষ্টনী। সমুদ্র উপকূলবর্তী চরের গাছপালায় ঘেরা বুড়ীশ্বর ও বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা এই বিস্তীর্ণ সৈকতটি অপরূপ সৌন্দর্যমণ্ডিত।
উপকূলে ধৃত মাছ বিক্রির জন্য এখানে প্রতিদিন সকালে মাছের বাজার বসে। জোয়ারের সময় সবুজ বেষ্টনী ২/৩ মিটার (৬.৫/১০ ফুট) পানির নিচে তলিয়ে গিয়ে এক অনিন্দ্য সুন্দর নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করে। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অবলোকন করা যায়।