বরগুনা জেলার দক্ষিণ অঞ্চলে রাখাইন সম্প্রদায়ের বসবাস। সতেরো শতকের শেষ দিকে রাখাইনরা এখানে এসে বসতি গড়ে তোলে। রাখাইনরাই এই উপকূলভাগে পতিত জঙ্গল কেটে আবাদ করে কৃষিভিত্তিক সমাজ গড়ে তোলে। এখানে জমিতে ধানক্ষেত দেখা যায়। রাখাইনরা তাদের পার্বণিক প্রয়োজনসহ আত্মীয়-পরিজন আপ্যায়ন ও নিজেদের মুড়ি-মুড়কি, খৈ, পিঠা, পায়েস, জর্দা খাওয়ার প্রয়োজনে তারা নানা জাতের বিভিন্ন ধানের চাষ করে থাকে।
এছাড়াও রাখাইনদের নিজস্ব উৎপাদন ব্যবস্থায় রয়েছে বৈচিত্র্যময় কুটিরশিল্প, কৃষিকাজ, শূকরসহ পশু পালন। রাখাইন সংস্কৃতির অন্যতম অনুষ্ঠান হলো- বাঘ শিকার, কিন্নর নাচ, রাক্ষস নাচ, বানর নাচ ইত্যাদি। তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে- গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী পালন, মাঘী পূর্ণিমা, বৈশাখি পূর্ণিমা, রাস উৎসব ইত্যাদি।