■ পর্যটন বিচিত্রা প্রতিবেদন
ভোলা জেলার আশপাশে অসংখ্য চর যেমন- ঢাল চর, চর নিজাম, চর নিউটন, তুলাতলীর চর ইত্যাদিতে সারাবছর মানুষ বসতি স্থাপন করে বসবাস করে না। কেবলমাত্র চাষ এবং মাছ ধরার জন্য সংশ্লিষ্ট জেলে এবং কৃষক স্বল্প সময়ের জন্য এগুলোতে অবস্থান করে।
নদী থেকে মাছ ধরে এই চরগুলোতে জেলেরা শুটকি করে। স্পিডবোট অথবা যন্ত্রচালিত নৌকায় কিছু খাবার ও পানীয়সহ শীত মৌসুমে পর্যটকগণ এসব এলাকায় ভ্রমণ করতে পারেন।