নিয়মিত আকাশভ্রমণকারীদের মতামত জরিপের ভিত্তিতে এয়ারলাইন্স অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। ফলাফলে দুবাইভিত্তিক এমিরেটস-সেরা এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স-সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন্স এবং সৌদিয়া কার্গো-সেরা কার্গো এয়ারলাইন্স নির্বাচিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন্স অব দ্য ইয়ার ২০২৪’-এ ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, চলতি বছর অনলাইনে পরিচালিত মতামত জরিপে তিন হাজারের অধিক নিয়মিত আকাশভ্রমণকারী অংশগ্রহণ করেন।
২৩টি ক্যাটাগরিতে এ বছর এয়ারলাইন্সগুলোকে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের ভ্রমণ শিল্পের উন্নয়ন ও প্রসারে অবদানের জন্য গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দীন আহমেদকে জুরি কমিটির বিশেষ বিবেচনায় আজীবন সম্মাননা ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।