পর্যটন বিচিত্রা ডেস্ক
ভারতবর্ষের অন্যতম ধর্মীয় তীর্থের মধ্যে কুম্ভ মেলা অন্যতম। যদিও এই মেলা এই বছর মহা কুম্ভ হিসেবে পালন করা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ইতিমধ্যেই গোটা ভারত বর্ষ তথা পৃথিবীর কোটি কোটি পুণ্যার্থীরা। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে গিয়েছে প্রয়াগরাজের কুম্ভের মেলায়।
তবে এই প্রয়াগরাজের কুম্ভের মেলাতে অনেকে ইচ্ছে থাকলেও যেতে পারছেন না। কেউ হয়তো পাচ্ছেন না রেলের টিকিট, কেউবা সড়কপথে অতদূর পথ যেতে পাচ্ছেন ভয়; আবার কেউ ভিড়ের জন্য যাওয়ার আগে চিন্তা ভাবনা করছেন। তবে তাদের চিন্তা হয়তো কিছুটা হলেও সমাপ্ত হতে পারে নদিয়ার এই কুম্ভ মেলায়।