পর্যটন বিচিত্রা ডেস্ক
সৌদি আরবের বৈচিত্র্যময় ভূমি, মরূদ্যান, মরুভূমি, পর্বতমালাসহ নানা জায়গা তার ডকুমেন্টারিতে ঠাঁই পাবে। সম্প্রতি বিবিসিতে মরিসনের ডকুমেন্টারি সিরিজ ‘অ্যারাবিয়ার অ্যাডভেঞ্চার : দ্য সিক্রেটস অব নাবাতিয়েনস’-এর সৌদি আরবের ঐতিহ্যের শহর আলউলার বিভিন্ন দর্শনীয় স্থাপত্য ও ইতিহাস ঠাঁই পেয়েছে। এরই মধ্যে তিনি আলউলায় এসে পৌঁছেছেন।
এলিস মরিসন এরই মধ্যে তার এই ঐতিহাসিক ভ্রমণের অর্ধেকের কাছাকাছি পথ পাড়ি দিয়ে ফেলেছেন। তাকে মোট আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। অনেক বড় বড় পাহাড় ডিঙাতে হবে। তিনি তার যাত্রাপথে সৌদি আরবের স্থানীয় হস্তশিল্প সংগ্রহ করছেন।
মরিসন বলেন, আমি ৪৫ বছর ধরে আরবি ভাষা শিখছি, মধ্যপ্রাচ্যকে বোঝার চেষ্টা করছি। এখন আমি আরবের হৃৎপিণ্ডটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ পেলাম।