বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। রংপুর শহরের মডার্ন মোড়ের কাছে রংপুর ক্যাডেট কলেজ এবং রংপুর কারমাইকেল কলেজের সন্নিকটে ৭৫ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি শহরের কেন্দ্রস্থল থেকে এখানে স্থানান্তরিত হয়। দেশের উত্তরাঞ্চলের মানুষ বহুদিন ধরে উচ্চ শিক্ষার লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিল।
এ পরিপ্রেক্ষিতে ২০০১ সালে রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে এই বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়। কিন্তু পরবর্তীতে এর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর ২০০৮ সালে রংপুর বিশ্ববিদ্যালয় নামে এর নবযাত্রা শুরু হয়। পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয় ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ এবং ২০০৯ সালে ৩০০ জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদ কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং প্রকৌশল, ব্যাবসায় শিক্ষা এর অধীন ১১টি বিভাগ রয়েছে।
বিভাগগুলো হলো: বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, গণিত, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূগোল, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা এবং মার্কেটিং। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এবং ১৪৫ শিক্ষক, ১১২ জন কর্মকর্তা ও ৪০৬ জন কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে ৪টি একাডেমিক ভবন, ১টি প্রশাসনিক ভবন, ১টি ছাত্র ও ২টি ছাত্রী হল, ২টি ডরমিটরি, ভিসি ভবন, ক্যাফেটেরিয়া ও লাইব্রেরি ভবন আছে।
একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউট এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম চলে থাকে। এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার নামে ‘ডক্টর ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে, যেখান থেকে গবেষণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এমফিল ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।