পর্যটন বিচিত্রা ডেস্ক
গতকাল বুধবার বিকেলে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী পিঠা উৎসবে এমন চিত্রই দেখা গেল। পিঠা উৎসবে জেলার বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ের ১৭টি স্টল অংশ নেয়। বিক্রেতাদের অধিকাংশই কিশোরী, তরুণী আর নারী।
পিঠা উৎসবে শীতের বাহারি পিঠাপুলির রকমারি প্রদর্শনী ও বিকিকিনির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা পিঠাপুলির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।