সাড়ে ছয়শ বছরের পুরোনো হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উচাইল শংকরপাশা শাহী মসজিদ একটি নান্দনিক শিল্প নিদর্শন। এটি বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে (খ্রি. ১৪৯৩-১৫১৯) নির্মিত হয়েছে। একটি বারান্দাসহ এক সালাতকোঠা আকারে তৈরি হয়েছে। বর্গাকার সালাতকোঠাটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ১১ ফুট। আর বারান্দা ৫.২৫ ফুট চওড়া।
সালাতকোঠার ছাদ একটি আধাগোলাকার বড়ো গম্বুজ দিয়ে ঢাকা। এখানে গম্বুজের সংখ্যা তিনটি। এ মসজিদের অন্যতম আকর্ষণ ইটের প্রচুর অলংকরণ করা দেয়ালের কারুকাজ। এর দক্ষিণ অঙ্গনে বিশাল দিঘির পাড়ে একটি কবর আছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ কবরে মসজিদের নির্মাতা শাহ মজলিস আমিন সমাহিত আছেন। তিনি এ অঞ্চলের মুসলিম বিজেতা হিসেবে পরিচিত।