পর্যটন বিচিত্রা প্রতিবেদন
পুরো রিসোর্ট এলাকা ৩৭-৩৮ হাজার গাছে ভরপুর। রিসোর্টটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে পরিবেশ নষ্ট না হয়। পাহাড়ের সঙ্গে পাহাড়ের সংযোগ করতে হয়েছে স্টিলের ব্রিজ দিয়ে । বিদ্যুতায়ন করা হয়েছে মাটির নিচ দিয়ে, যাতে প্রাকৃতিক সৌন্দর্যে ভারসাম্য থাকে । অসাধারণ সৌন্দর্য আর পরিবেশ সচেতনতার জন্য সরকারি স্বীকৃতি মিলেছে। রিসোর্টের মূল কোম্পানি ২০১৪ সালে বৃক্ষরোপণে ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ অর্জন করেছে। এটি পাঁচ তারকার রিসোর্ট হিসেবেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স পেয়েছে। দ্য প্যালেসে আছে মোট ২৩টি ভিলা, যেগুলোতে আছে ওয়ান বেড থেকে শুরু করে থ্রি বেড। আছে টেনিস ও বাস্কেটবল খেলার আলাদা কোর্ট, ট্রেকিংয়ের ব্যবস্থা ও লেকে মাছ ধরার মতো সুযোগ-সুবিধা, বাচ্চাদের জন্য আলাদা কিডস জোন, সিনেপ্লেক্স ও গেম জোন । আছে সায়গন, নস্টালজিয়া, অলিভ, রেভ্যুলেশন ও অ্যারাবিয়ান লাউঞ্জ নামের ভিন্ন ভিন্ন থিমের ৫টি রেস্টুরেন্ট। এই রিসোর্ট সম্পর্কে জানতে ও বুকিং দিতে ঘুরে আসতে পারেন ওয়েবসাইট থেকে।
দ্যা প্যালেস রিসোর্ট ও স্পা তে অগ্রিম বুকিং দিয়ে যেতে হয়। নিরাপত্তা এবং সেবার সর্বোচ্চ মান বজায় রাখতে এখানে বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেয়া হয় না । থাকার জন্য এই রিসোর্টে ২ ধরনের রুমের ব্যবস্থা রয়েছে। টাওয়ার বিল্ডিং এ ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। আর ভিলায় আছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রুম।
প্রকৃতির মাঝে নিরাপত্তা
অতিথির জন্য দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে বুলেটপ্রুফ বাহন রয়েছে। যার মাধ্যমে অতিথি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারবেন নিমেষেই । এর ফলে অতিথিরা পাখির ডাক আর রাতের বেলা ঝিঁঝি পোকার ডাকের মাঝে প্রাকৃতিক পরিবেশে শুনতে পাবেন শেয়ালের ঢাক । আর চোখে পড়বে খরগোশের দৌড়ঝাঁপ।
হেলথ সেন্টার
দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে ভ্রমণকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে হেলথ সেন্টার । অতিথির যেকোনো জরুরি শারীরিক সমস্যার মোকাবিলা করার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে রিসোর্টের হেলথ সেন্টারটি। হেলথ সেন্টার রিসোর্টে নিজস্ব চিকিৎসকের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রয়েছে দক্ষ
স্বাস্থ্য সহকারী। যারা অতিথিকে যেকোনো মুহূতেই সেবা দিতে প্রস্তুত ।
হারিয়ে যেতে নেই মানা
প্যালেসে ছোটদের খেলার জায়গা, বিলিয়ার্ড, ফুটবল, বাস্কেটবল, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, ক্রিকেট খেলার জায়গাতে রয়েছে অতিথির জন্য । একদিক থেকে জলধারা এসে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যাচ্ছে ইনফিনিটি পুলে । সিলেটের ঐতিহ্য সবুজ শণগাছে অতিথিকে গ্রামের কথা মনে করিয়ে দেবে । স্থাপত্যশৈলীর দেখা মেলে ঝুলন্ত সেতুতে, আর সিনেপ্লেক্সে নিজের জগতে হারিয়ে যেতে নেই মানা।
খাবারদাবার
খাওয়া-দাওয়ার জন্য দ্য প্যালেস রিসোর্টে ভিয়েতনামি খাবারের জন্য সায়গন, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ও ওরিয়েন্টাল খাবারের জন্য অলিভ, রিভলেশন, অ্যারাবিয়ান লাউঞ্জ এবং স্ট্রিট ফুডের জন্য নস্টালজিয়া নামের রেস্টুরেন্ট রয়েছে। তবে বাফেটের বাইরে আলাদা খাবার এখানে বেশ ব্যয়বহুল ।
রিসোর্টের অন্যান্য সুযোগ সুবিধা
৫টি রেস্টুরেন্ট • ফ্রি ৪ টি বড় সভা কক্ষ এবং প্রায় ৪০০ জনের ব্যাংকুয়েট হল ওয়াই-ফাই টেনিস, ব্যাটমিন্টন এবং বাস্কেটবল কোর্ট কিডস জোন জোন সিনেপ্লেক্স গেম জোন সুইমিংপুল ● সাইকেল রাইডিং, হেলিকপ্টার রাইড, ব্যায়ামাগার বার ইনডোর গেমস, ভিডিও গেমস, কার্ট রেসিং, বিলিয়ার্ড দাবা টেবিল টেনিস ।
তবে বেশ কিছু সুযোগ নিতে হলে এখানে অর্থ খরচ করতে হয়। যেমন ৭ মিনিটের হেলিকপ্টার রাইডে গুনতে হয় প্রায় ৫০০০ টাকা। আর ইচ্ছে মতো সাইকেল চালাতে লাগবে ২০০ টাকা । এছাড়া ফিশিং জোনে মাছ শিকারের পর তা রান্না করতে হলে অতিরিক্ত চার্জ দিতে হবে।