বাংলার প্রথম ভুপর্যটক রামনাথ বিশ্বাসের জন্ম ১৮৫৪ সালে বানিয়াচং-এর বিদ্যাভূষণপাড়ায়। তিনি সাইকেলে ৫৩ হাজার, পায়ে হেঁটে সাত হাজার, রেলগাড়িতে দুই হাজার এবং জাহাজে ২৫ হাজার মাইল সবমিলিয়ে ৮৭ হাজার মাইল ভ্রমণ করেছেন। ভূপর্যটক রামনাথের বসতভিটাটি এখনো টিকে রয়েছে।