পর্যটন বিচিত্রা ডেস্ক
একতলা বিশিষ্ট এই পাকা বাড়িটিতে পাঁচটি কক্ষ রয়েছে। বিশাল উঠান পার হয়ে সিঁড়ি বারান্দা দিয়ে প্রবেশ করতে হয় মূল ঘরগুলিতে। ঘরের দেয়াল জুড়ে ছোট-বড় ফ্রেমে বাঁধানো সুচিত্রা সেনের বিভিন্ন সময়ের ছবি, যা তার জীবনের বিভিন্ন মুহূর্তের কথা বলে। দেয়ালে ঝুলছে নানা কথার ফেস্টুন। পটভূমিতে বাজছে তার অভিনীত সিনেমার গান, যা পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে।
পাবনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই বাড়িটিকে সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছে। এখানে সুচিত্রা সেনের ব্যবহৃত বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী, ছবি, পুরস্কার, চলচ্চিত্রের স্ক্রিপ্ট ইত্যাদি সংরক্ষিত আছে। এ সবকিছু মিলিয়ে সুচিত্রা সেনের জীবন ও কর্মের একটি সম্পূর্ণ চিত্র উপস্থাপন করা হয়েছে।
টিকিট মূল্য ও সময়সূচী
প্রধান ফটকে গিয়ে ১০ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন।
যেভাবে যাবেন
ঢাকা থেকে পাবনা জেলার গোপালপুরের হেমসাগর লেনে অবস্থিত সুচিত্রা সেনের বাড়ি যাওয়ার জন্য পাবনা শহর থেকে রিকশা, অটোরিকশা বা সিএনজিযোগে ১০-১৫ মিনিটে যাওয়া যায়।