কেষ্ট খেপার মঠ মূলত রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মঠ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বড় শিব মন্দির থেকে আনুমানিক ৫০০ মিটার পশ্চিমে রাম জীবনপুর গ্রামে অবস্থিত এ মন্দিরটি স্থানীয়ভাবে কেষ্ট খেপার মঠ নামে পরিচিত।
এটি একটি প্রাচীন চারকোণা মঠ। এর অভ্যন্তরে একটি একটি কক্ষ রয়েছে। বর্গাকারে নির্মিত এর দক্ষিণ দেয়ালে একটি মাত্র প্রবেশপথ আছে এবং শীর্ষদেশ ২৫টি মোচাকৃতির ছাদ দ্বারা আবৃত। মন্দিরটি ১৮শ শতকের শেষদিকে নির্মিত বলে ধারণা করা হয়।