পর্যটন বিচিত্রা ডেস্ক
রাজশাহী শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে দুর্গাপুর উপজেলায় ৫ নম্বর ঝালুকা ইউনিয়নে এই মাজার অবস্থিত। মাজারে শায়িত আছেন হযরত শাহ কাজী রফিউদ্দিন আল চিশতী (র.)। তিনি ১৮৮২ সালে কুষ্টিয়ায় লক্ষ্মী ধড়দিয়াড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মারফতি ইবাদতে মশগুল থাকতেন এবং ভক্তবৃন্দ তার অনেক কেরামতি প্রত্যক্ষ করেছেন।
কথিত আছে, চলনবিল এলাকায় একবার শিলা বৃষ্টিতে ধান ক্ষেতে অনেক ক্ষতি হলে সেখানকার ভক্তবৃন্দ এই ওলির কাছে ফরিয়াদ জানালে তিনি সেখানকার কিছু অংশ ঘুরে আসেন। বিলের যে অংশে তিনি ঘুরে আসেন সেই অংশে এখন পর্যন্ত কোনো শিলা বৃষ্টি হয়নি। তিনি ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন।
প্রতিবছর তার ওফাত দিবস উপলক্ষে দুই বার মাজারে ওরস উদযাপন করা হয়। প্রথমটি ২৯শে পৌষ এবং দ্বিতীয়টি ১৮, ১৯, ২০শে ফাল্গুন। এ সময় তার হাজার হাজার ভক্ত মুরিদান ও আশেক ওরস মোবারকে অংশগ্রহণ করেন।