পর্যটন বিচিত্রা প্রতিবেদন
সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন-এর ওপর রাজা গৌড় গোবিন্দের অত্যাচারের ঘটনায় হযরত শাহজালাল (রহ.) তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়াসহ জায়নামাজে চড়ে সুরমা নদী পার হয়ে সিলেট আগমন করেন। অত্যাচারী রাজা গৌড় গোবিন্দকে যুদ্ধে পরাজিত করে এই প্রখ্যাত সুফি দরবেশ সিলেটে ইসলাম প্রচার এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুর পর তিনি এখানেই সমাহিত হন। তার নামানুসারেই এই মাজারের নামকরণ হয়।
মাজারের প্রধান ফটকের পরেই রয়েছে একটি মসজিদ। এর পেছনে একটি টিলার ওপরে একটি এক গম্বুজবিশিষ্ট ইমারত আছে। মাজার এলাকায় অসংখ্য জালালি কবুতর এবং পুকুরে বড়ো আকারের অসংখ্য গজার মাছ রয়েছে। এছাড়া হযরত শাহজালালের স্মৃতি চিহ্নরূপে বিবেচিত এক জোড়া খড়ম, একটি তরবারি ও কয়েকটি থালাবাটি এখানে সংরক্ষিত আছে।