পর্যটন বিচিত্রা ডেস্ক
হরিপুর গ্যাসক্ষেত্র (Haripur Gas Field) বাংলাদেশের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র। এটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় অবস্থিত। এই গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সম্পদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
পুকুরের পানি থেকে বুদবুদ আকারে অনবরত প্রাকৃতিক গ্যাস উঠতে দেখা যায়। হরিপুরের অনতিদূরে আগুনের পাহাড়ের অবস্থান, যেখানে সবসময় আগুনের প্রজ্জ্বলন দেখা যায়। হরিপুর গ্যাসক্ষেত্রই বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) জ্বালানি খাতে সম্ভাবনার দ্বার খুলে দেয়। এটি থেকেই বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও ব্যবহারের পথচলা শুরু হয়। বর্তমানে এই গ্যাসক্ষেত্রটি নিষ্ক্রিয় বা কম উৎপাদনশীল হতে পারে, কারণ সময়ের সাথে সাথে এর রিজার্ভ হ্রাস পেয়েছে।